সোমবার ২৮ ফেব্রুয়ারী ২০২২ - ১১:৫৯
দুআ -ই নূর

হাওজা / মহান আল্লাহর নামে আমি প্রার্থনা করছি যিনি নূর, মহান আল্লাহর নামে আমি প্রার্থনা করছি যিনি নূরের নূর, মহান আল্লাহর নামে প্রার্থনা করছি যিনি নূরের উপর নূর, মহান আল্লাহর নামে প্রার্থনা করছি যিনি সকল কাজ ও বিষয় পরিচালনা কারী।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

বিসমিল্লাহির রাহমানির রাহিম

بِسْمِ اللّهِ النُّورِ بِسْمِ اللّهِ نُورِ النُّورِ بِسْمِ اللّهِ نُورٌ عَلى نُورٍ بِسْمِ اللّهِ الَّذى هُوَ مُدَبِّرُ الاْمُورِ بِسْمِ اللّهِ الَّذى خَلَقَ النُّورَ مِنْ النُّورِ اَلْحَمْدُ لِلّهِ الَّذى خَلَقَ النُّورَ مِنَ النُّورِ وَاَنْزَلَ النُّورَ عَلىَ الطُّورِ فى كِتابٍ مَسْطُورٍ فى رَقٍّ مَنْشُورٍ بِقَدَرٍ مَقْدُورٍ عَلى نَبِيٍ مَحْبُورٍ اَلْحَمْدُ لِلّهِ الَّذى هُوَ بِالْعِزِّ مَذْكُورٌ وَبِالْفَخْرِ مَشْهُورٌ وَعَلَى السَّرّاَّءِ وَالضَّرّاَّءِ مَشْكُورٌ وَصَلَّى اللّهُ عَلى سَيِّدِنا مُحَمَّدٍ وَآلِهِ الطّاهِرينَ.

মহান আল্লাহর নামে ( আমি প্রার্থনা করছি ) যিনি নূর ( আলো ) , মহান আল্লাহর নামে ( আমি প্রার্থনা করছি ) যিনি নূরের নূর ( আলোর আলো ) , মহান আল্লাহর নামে ( প্রার্থনা করছি ) যিনি নূরের উপর নূর ( আলোর উপর আলো ) , মহান আল্লাহর নামে ( প্রার্থনা করছি ) যিনি সকল কাজ ও বিষয় পরিচালনা কারী , মহান আল্লাহর ( নামে প্রার্থনা করছি )যিনি আলো থেকে আলো সৃষ্টি করেছেন ; সব প্রশংসা মহান আল্লাহর যিনি নূর ( আলো ) থেকে নূর ( আলো ) সৃষ্টি করেছেন , যিনি তূরের (পর্বত) উপর নূর (আলো) নাজিল ( অবতীর্ণ ) করেছেন লিখিত গ্রন্থাকারে চামড়ার ছড়ানো অর্থাৎ বিস্তৃত প্রশস্ত সীটে , নির্ধারিত পরিমাণে সন্তুষ্ট বাধিত নবীর ( সা:) উপর ; সব প্রশংসা ও স্তুতি মহান আল্লাহর , সম্মান ও ভক্তি - শ্রদ্ধা সহকারে যাঁকে স্মরণ করা হয় , যিনি সগৌরবে প্রসিদ্ধ , সুখে দুঃখে সর্বাবস্থায় যাঁর কৃতজ্ঞতা প্রকাশ ( ও প্রশংসা ) করা হয় ; আর মহান আল্লাহ হযরত মুহাম্মদ ( সা: ) এবং তাঁর পবিত্র আহলুল বাইতের ( আ:) উপর দরূদ ও সালাত প্রেরণ করুন ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha